01713248557

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ইউএনএফপিএ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন একসিলারেটিং একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ ও বাল্যবিবাহ নিরোধ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক নুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইউএনএফপিএ প্রোগ্রাম এনালিষ্ট আবু নাসের ও প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস। বক্তরা বাল্যবিয়ের কুফল ও এটি নিরোধের কার্যকর উপায়গুলো নিয়ে আলোচনা করেন।