চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশের সকল জেলা-উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি একযাগে শপথবাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শপথে অংশগ্রহণকারীরা দেশ গঠনে অঙ্গীকার করেন।
শপথে বলা হয়, দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপীঠে, সাইবার স্পেসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব।
এদিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন— সরকার এককভাবে কোনো দায়িত্ব পালন করতে পারবে না। সবাই মিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন— জুলাই আন্দোলনে তরুণ ছাত্রসমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সঙ্গে ছিল আমাদের কন্যাগণ। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা।
জেলা প্রশাসক বলেন— আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলেন— সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) ন্যক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলনে জুলাইকন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থাতা কামনা করি।
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
জেলা প্রশাসক আরো বলেন— সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যেসব সেবা দেয়া হয় তা আপনাদের সামনে তুলে ধরতে এই আয়োজন করার আরেকটি কারণ। আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় যোগাযোগ করে যারা প্রকৃতই সেবা পাওয়ার যোগ্য, তারা আবেদন করবেন। এখানে কোনো স্বজনপ্রীতি করা হবে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। আমরা সেগুলোর তদন্ত করছি। উপকারভোগীদের যাচাই-বাছাই চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব দ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের চাঁপাইনবাবগঞ্জের নেতা আব্দুর রাহিম। সূচনা বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম।
ভোলাহাট : ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জুলাই চেতনাধারী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল শপথ গ্রহণ শেষে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক শিক্ষক আবু মাসুদ, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক রাশেল আলী, জুলাই যোদ্ধা মোত্তাকিম, জুলাইকন্যা উম্মে হাবিবা হিমা।
আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।