ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে দুই শতাধিক চিঠি
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন ২২০ জন সংসদ সদস্য। আজ বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, স্টারমারের কাছে দেয়া ওই চিঠিতে এক-তৃতীয়াংশেরও বেশি এমপি স্বাক্ষর করেছেন, যেখানে যুক্তরাজ্যকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহŸান জানানো হয়েছে। নয়টি রাজনৈতিক দলের প্রায় ২২০ জন এমপি এই আহŸানকে সমর্থন করেছেন। যাদের অর্ধেকেরও বেশি লেবার পার্টির সদস্য। তাদের যুক্তি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে সেটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির নেতারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন যেখানে, ইসরাইলকে আহŸান জানানো হয়েছে, যেন অবিলম্বে গাজায় সহায়তা প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে এই বিবৃতিতে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়নি।