নাচোলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। সভায় নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিয়ে, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।