মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত
চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরকারি সংস্থাটি বলেছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ প্রতিপক্ষের কাছ থেকে ‘মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে’ জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পর তারা চুক্তিবদ্ধ এসব গবেষককে বরখাস্ত করেছে।
একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কৃষি বিভাগের চুক্তিতে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং উদ্বেগজনক দেশ থেকে প্রায় ৭০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, উদ্বেগজনক দেশগুলোর এই চুক্তিতে কর্মরত ব্যক্তিরা আর মার্কিন কৃষি বিভাগের প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন না।
মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ৮ জুলাই একটি ‘কৃষি সুরক্ষা পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। এতে চারটি দেশের নাগরিকদের মার্কিন কৃষিজমি ক্রয় নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং তাদের সঙ্গে বিদ্যমান যে কোনো গবেষণা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোলিন্স বলেন, মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়।