01713248557

যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তুলছে যুব উন্নয়ন অধিদপ্তর

চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবক-যুবতীদের গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, যানবাহন চালনায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তুলছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। তারই ধারাবাহিতকতায় আরো ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার সকালে তাদের মধ্যে সনদপত্র ও ভাতা হিসেবে ১৪ লাখ ১১ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়। এছাড়া নতুন অর্থবছরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এই ভাতা ও সনদ বিতরণ এবং নতুনদের প্রশিক্ষণের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান।
আব্দুল মান্নান জানান, ইলেকট্রিকাল অ্যান্ড হাউজ ওয়ারিংয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জনকে ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ১০০ টাকা, পোশাক তৈরিতে ২৫ জনকে ১ লাখ ৩৯ হাজার টাকা, মৎস্য চাষে ২৫ জনকে ৪৬ হাজার ৮০০ টাকা, যানবাহন চালানায় ৪০ জনকে ১ লাখ ৮৪ হাজার টাকা, ইলেকট্রনিকসে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়।