ঝিলিম ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন শুরু
চাঁপাইনবাবগঞ্জে ঝিলিম ইউনিয়নে ফগার মেশিন দিয়ে প্রথমবারের মত ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। ঝিলিম ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়ায় আমরা নিজ উদ্যোগে ইউনিয়নের রাজস্ব খাত থেকে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হচ্ছে। ডোবা, নর্দমা, খাল, বাসা বাড়িতে জমে থাকা পানিসহ যেসব স্থান এডিস মশার প্রজননক্ষেত্র ঐসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে এই মশার ঔষধ ছিটানো হচ্ছে। ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের সকল জনগণকে একসাথে কাজ করতে হবে। বাসা বাড়িতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ইউনিয়নে যাতে এ ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে না পারে এ জন্য আমরা পরিষদের পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু করেছি।