কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার
রাজশাহীর পুঁঠিয়া থানার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক চালক ফাহাদ আলী জনি গ্রেপ্তার হয়েছে। সে শিবগঞ্জ থানার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে অভিযানটি চালানো হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জনি ট্রাক চালকের আড়ালে একজন চিহ্নিত মাদক কারবারি। সে ট্রাক চালানোর সুযোগে কুমিল্লা সীমান্ত হতে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জে বিক্রিতে জড়িত। এমন গোয়েন্দা তথ্য পাবার পর র্যাব ছায়া তদন্ত করে ও জনির উপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে জনির ট্রাক থামিয়ে তল্লাশী করে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় পুঁঠিয়া থানায় মামলা হয়েছে।