চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে এনজিও, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৬, গোলাপেরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এছাড়াও আলোচনা করেন— উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. আসমাউল হক।
পরে সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।