চাঁপাইনবাবগঞ্জে বড়ভাইকে খুনের দায়ে ছোটভাই ও তাঁর দুই ছেলের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাইনুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আপন ছোট ভাই এবং তাঁর দুই ছেলে (নিহতের ভাতিজা) সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত সহিমুদ্দিন মন্ডলের ছেলে মো: মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন আলী ও মিলন আলী। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় নিহত মাইনুল ও দন্ডিত মোস্তফার অপর ভাই আব্দুল কাদের এবং শরিফুল ইসলাম নামে অপর দু’জনকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় বাড়ির সামনে ছোটভাই মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনের হামলার আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৬ জুন তিনি মারা যান। এর আগে মাইনুলকে হত্যাচেষ্টার ঘটনায় ২০২১ সালের ৩ জুন শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। পরবর্তীতে যা হত্যা মামলায় রুপান্তর হয়। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বরুন সরকার আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ এবং শুনানী শেষে আদালত সোমবার মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।