আফগানিস্তানে আইএস প্রধান আবদুল হাসিব নিহত

246

আফগান প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, সে দেশের ইসলামিক স্টেটের (আইএস) কথিত প্রধান আবদুল হাসিব এক অভিযানে নিহত হয়েছে। ২০১৫ সালে খোরাসান প্রদেশে কথিত আইএস-কেপি আত্মপ্রকাশ করে। বর্তমানে খোরাসান ইরানের উত্তরপূর্বের একটি প্রদেশ মাত্র হলেও, সপ্তম শতাব্দী থেকে শুরু করে প্রায় সমগ্র মধ্যযুগ জুড়ে এর বিস্তৃতি ছিল বহুগুণ বেশি। আজকের ইরানের খোরাসান প্রদেশটি এই ঐতিহাসিক অঞ্চলের পশ্চিম অংশের একটি অঞ্চল মাত্র। গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গতমাসে পেন্টাগনও তার নিহত হওয়ার খবর জানিয়েছিল। মধ্যযুগের ওই ইতিহাসকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে উল্লেখ করে। হাসিব ওই পুরো অঞ্চলের নেতা।
গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিব দায়ী বলে ধারণা করা হয়। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান। প্রেসিডেন্ট আশরাফ গনির দফতরকে উদ্ধৃত করে বিবিসি বলছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ১০ দিন আগে নিহত হন সেই হাসিব। গত মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও তার মৃত্যুর খবর দিয়েছিল। তারা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও আফগান বিশেষ বাহিনীর অভিযানে হাসিব সম্ভবত নিহত হয়েছেন। গত মাসেই মার্কিন সেনাবাহিনী নানগারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ হামলা চালায়।