হারের সঙ্গে শেষ হলো ডি মারিয়ার ইউরোপ অধ্যায়
ম্যাচের শেষ বাঁশি বাজার পর একপাশে উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন চেলসির খেলোয়াড় থেকে কোচিং স্টাফের সদস্যরা। অন্যপাশে হতাশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বেনফিকার ফুটবলাররা। মাঠের এক পাশে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছিলেন আনহেল ডি মারিয়া। কেননা চেলসির কাছে হারের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি এই আর্জেন্টাইন কিংবদন্তির ইতি টানলেন ইউরোপ অধ্যায়ের। ২০০৭ সালে তরুণ ডি মারিয়া আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রাল ছেড়ে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ফুটবলের সব চেয়ে বড় বাজার ইউরোপে পা রাখেন। ইউরোপে তার শুরুর গন্তব্য ছিল এই বেনফিকা। এরপর মাঝখানে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো ইউরোপ কাঁপানো দলগুলোতে খেলেছেন। ক্যারিয়ারের গোধূলি বেলায় ৩৭ বছর বয়সে আবারও ফিরে যাবেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে। সেখান থেকে টানতে চান বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি।