মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় পলাতক আসামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের দুই পৃথক অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামী এবং একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গত ৯ জুন গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামে বাশেদ আলী হত্যা মামলার আসামী একই গ্রামের এসলাম ওরফে ঝাটুর ছেলে মেসবাঊল হককে আজ ভোররাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গতরাতে গ্রেপ্তার হয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী দর্জিপাড়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে বাবু। আজ দুপুরে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র্যাব জানায়, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সুযোগে পূর্ব শত্রুতার জেরে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করা হয় বাশেদ আলীকে। এঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করলে র্যাব বগুড়া সদরের কমলপুর ছঘরিয়া মারকালজুর উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে মেসবাউলকে গ্রেপ্তার করে। র্যাব আরও জানায়, শিবগঞ্জের মনাকষা এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার হয়। গ্রেপ্তারদের সংশ্লিস্ট থানায় হস্তান্তকরা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।