চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শুরু

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলায় শিশুদের সার্বিক উন্নয়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য পষ্ণবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের লক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শনিবার থেকে আয়োজিত এই কর্মশালা শেষ হবে আজ রবিবার।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, স্থানীয় সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। তারা শিশুর কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরছেন।
শনিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন মি. লোটাস চিসিম, সিনিয়র ম্যানেজার, এরিয়া কো-অডিনেশন অফিস, রাজশাহী। তিনি এই এলাকায় শিশুদের সমস্যা চিহ্নিত করে তাদের অবস্থার উন্নয়নের জন্য আগামী পাঁচ বছর আমরা কি কি কাজ করতে পারি সেসকল বিষয় নিয়ে পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করতে বলেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটিরিং স্পেশালিল্ট কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, ইন্টিগ্রেটেড লাইভলিহুডের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন, টেকনিক্যাল প্রোগ্রাম, মি. ম্যানুয়েল হাঁসদা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট।
কর্মশালা সঞ্চালনা করেন মি. জেমস বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ। কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন মি. সুজন গ্রেগরী, শ্যামল এইচ কস্তা, রিপনগমেজ ও উত্তমমন্ডল।