নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোষের বিদায়

ব্রাজিলিয়ান তারকা নেইমার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। ১ম লেগে ১১ গোলে ড্র হওয়ার পর ২য় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবু শেষ পর্যন্ত ৫৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস। গত এপ্রিলের মাঝামাঝি অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এটি ছিল তার চলতি মৌসুমের দ্বিতীয় বড় ইনজুরি। ব্রাজিলিয়ান লিগে আগামী রবিবার সান্তোসের পরের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে। আগামী ৩০ জুন শেষ হচ্ছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ। তবে ক্লাবটিতে নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও।