ভোলাহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলাহাট উপজেলা থেকে সুলতানা রাজিয়া নামে এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে খবর পাবার পর সন্ধ্যায় গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালে আলমপুর গ্রামে গৃহবধুর বাবার বাড়ির একটি কক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মাফিজুল ইসলামের মেয়ে এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাধানগর বজরাটেক গ্রামের ইদারুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার দুই শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন সুলতানা। বুধবার দুপুরের দিকে তিনি বাড়ির সকলের অগোচরে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ভেতর থেকে আটকানো দরজা ভে্েঙ্গ মরদেহ উদ্ধার করে। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, খবর পেয়ে তিনি ওই বাড়ি যান। দাম্পত্য কলহ থেকে সুলতানা আত্মহত্যা করেছেন বলে শোনা গেছে। মৃত্যুর পূর্বে তিনি স্বামী ও শসুড় বাড়ির লোকজনকে দায়ী করে একটি দীর্ঘ চিঠি লিখে রেখে যান বলেও শোনা গেছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সুলতানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে স্বামী ও শসুড় বাড়ির লোকজনকে দায়ী করে চিঠি লিখে যাবার ব্যাপারে ওসি বলেন, এমনটি শোনা গেছে। তবে এখনও ওই চিঠি উদ্ধার হয় নি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।