চাঁপাইনবাবগঞ্জে হেলথ ওয়াচের আঞ্চলিক পরামর্শ সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য জনবল সম্পর্কিত আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দিন। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট নুরুন্নবী তালুকদার। এসময় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ডা. রাকিবুল ইসলাম, ডা. ইনজামামুল হক, ডা. সাইকি ওদুদ, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনসহ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই আঞ্চলিক সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।