কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি
শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণের লক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে কানসাট রাজবাড়ি মাঠ হয়ে পুঠিমারী বিল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
এসময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কানসাট রাজবাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণ করছি। পুরোপুরি সংস্কার হলেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ঐতিহ্যবাহী রাজবাড়ি। সাইকেল র্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ মিঞাসহ অন্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কানসাট রাজবাড়ি এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায়। সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শুধু সংরক্ষণ নয়, এই রাজবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।