শ্রমিক সমিতির সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ে ওরিয়েন্টশন
চাঁপাইনবাবগঞ্জে পরিবহন এবং হোটেল শ্রমিক সমিতির সঙ্গে শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাসন্তানের প্রতি সুদৃষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এই প্রশিক্ষণের আয়োজন করে। ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যাগার্লেরের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন- এসিডির প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান। সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস পরিবহন এবং হোটেল শ্রমিকদের শিশু সুরক্ষা, শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবাধিকার ও কন্যাসন্তানের প্রতি সুদৃষ্টি রাখার বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানান।