চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : জিআইএস জরিপ সম্পন্ন ডেটা হস্তান্তর এসএনভির
‘স্মার্ট সিস্টেম, আরো স্মার্ট সেবা’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জিআইএস ডেটা হস্তান্তর ও আইএমআইএস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে এসএনভি’র প্রজেক্ট ম্যানেজার প্যাট্রিসিয়া সোলোরজানো, এসএনভি’র রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন ও টেকনিক্যাল এক্সপাট সুমন মৈত্র, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর প্লানার ইমরান হোসেনসহ অন্যান্য প্রতিনিধি এবং পৌরসভা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এসএনভি এবং জিপিএডি নামের দুটি সংস্থা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সকল ভবনের ওপর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম-জিআইএস জরিপ (ড্রোন সার্ভে) পরিচালনা করে। এই জরিপে মোট ৮৯ হাজার ৬৯৪টি ভবনের ৪৩ হাজার ২৪৩টি প্রধান ভবন ও ৪৬ হাজার ৪৫১টি সহায়ক ভবনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও, ১৮ হাজার ৯৫৮টি সেপটিক ট্যাংক, ১৮ হাজার ৪৯৩টি পিট ল্যাট্রিন এবং ১৮ হাজার ৮৬টি সোকওয়েলসহ মোট ৩৭ হাজার ৪৫১টি শৌচাগারের তথ্য, রাস্তা, ড্রেন এবং জলাশয়ের জিআইএস ম্যাপ তৈরি করা হয়েছে। ওরয়েন্টেশনে এসব মূল্যবান তথ্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে, যা বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।