চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে; স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা মিশন মাঠে “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনএজিআর-ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে এই সংলাপ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুদরত-ই-খুদা, ৩নং ঝিলিম ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ, মহিলা মেম্বার মোসাঃ জোহরা বেগম, ও মেম্বার মোঃ বাদশা, এফএইচ এসোশিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার রিপন কিস্কু প্রমুখ।
সংলাপ ও মতবিনিময় সভায় ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ছয়টি গ্রামের দেড়শতাধিক স্থানীয় জনগণ অংশগ্রহন করেন। সংলাপ ও মতবিনিময়ে স্থানীয় জনগন সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিধবা ভাতা, দুঃস্থ ও অসহায়দের বিভিন্ন সুবিধা এবং দরিদ্র আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে কথা বলেন। এছাড়াও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি কাঞ্চন কুমার দাস একজন বিধবা দুস্থ মাতা ও একজন প্রতিবন্ধি বয়স্ক মহিলাকে তাদের সমস্যার কথা শুনে আশু ভাতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আশ্বাস দেন। এছাড়াও তিনি সকলকে বাল্যবিবাহ বন্ধ এবং শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য শপথ করান। এই “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা, এনএজিআর – ন্যাশনাল গ্রিণ রিভ্যুলেশন সংস্থা, ও ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে সম্পন্ন হয়। এনএজিআর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রমের সঞ্চালনা এই মতবিনিময় সভায় আরও অংশগ্রহন করেন শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন পেশা শ্রেণির জনগণ ।