চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে রবিবার বজ্রপাতে মো. কাইমুল (৫৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাতনইল উত্তর ভবানীপুর মহল্লার সাইফুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর এলাকায় সকালে অন্যের জমিতে ধান কাটতে যান কাইমুল। বিকেল সাড়ে ৩টার দিকে জমিতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কাইমুলকে মৃত ঘোষণা করেন।
এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো. মদিবুর রহমান বলেন- আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।