চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি-এর আয়োজনে আজ বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হওয়া এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পুলিশ সুপার রেজাউল করিম, সহকারি কমিশনার আজমাইন মাহতাব, চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল ও মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতীন, চেম্বার সদস্য শুকরুদ্দিন, শহিদুল ইসলাম, এম কোরেশি মিল্লু, জাহাঙ্গীর কবীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আগত দর্শনার্থীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, এই মেলার মধ্য দিয়ে দেশীয় পণ্যের পরিচিতি তুলে ধরতে চাই। মেলায় অতিরিক্ত দাম ও নি¤œমানের পণ্যের সরবরাহ বন্ধ করতে কাজ করবে চেম্বার অফ কমার্সের কর্মকর্তাবৃন্দ।
এদিকে, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, এই মেলা জেলাবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভেলিয়ন থাকবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড রয়েঠে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের ১০-১৫টি স্টলও থাকছে।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকায় আন্তর্জাতিক শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও এক সার্কুলারের মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্য জনগণের মধ্যে তুলে ধরতে দেশের সকল জেলা চেম্বারকে বাণিজ্য মেলা করার নির্দেশনা দিয়েছিলেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সে আহ্বানে সাড়া দিয়ে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার উদ্যোগ নিই।