শিবগঞ্জে দিনব্যাপী আম সম্মেলন 

শিবগঞ্জ উপজেলার কানসাটে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সাড়ে ৩’শ আম চাষী এবং উদ্যোক্তা অংশ নেন। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে আম সংশ্লিস্ট সমস্যা, সম্ভাবনা ও রপ্তানী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গর্ব। এটি রপ্তানী আয়েরও উৎস হতে পারে। তবে তার জন্য প্রক্রিয়াজাতকরণ,নিরাপদ উৎপাদন,আধুনিক সংরক্ষণ ও পরিবহন এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা থাকতে হবে। আম সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে জেলা প্রশাসন সহযোগিতা করবে।
শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, সম্মেলনের আহব্বায়ক শহীদুল হক হায়দারী, উদ্যেক্তা ও রপ্তানীকারক শামীম ইসমাইল খান শামীম সহ সংশ্লিষ্টরা।

oplus_0

বক্তরা বলেন, কৃষক ও উদ্যোক্তারা একযাগে কাজ করে আম উন্নয়ন ও রপ্তানীতে ভূমিকা বাড়াতে পারেন। সম্ভাবনার এই খাতে সমন্বিত প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। এই জন্যই এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে জড়িতদের অভিজ্ঞতা বিনিময় হবে।
বক্তরা আরও বলেন, বাংলাদেশ থেকে মধ্য্যপ্রাচ্য, ইউরোপ এমনকি আমেরকিার দেশগুলোতেও আম যাচ্ছে। এর পরিমান বাড়াতে আন্তর্জাতিক মান অর্জন বাড়াতে হবে। সঠিকভাবে বালাইনাশক প্রয়োগ,শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ও সংরক্ষণ, মানসম্মত প্যাকেজিং ইত্যাদি বাড়াতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব দরকার। আমের যথাযথ রপ্তানী বাজার চিহ্নিত কওে প্রচারণা চালাতে হবে। রপ্তানীর নিয়মনীতি যুগোপযোগি করতে হবে। শুধু তাজা আম রপ্তানী কওে রপ্তানী বাড়বে না। প্রক্রিয়াজাত করে পাঠাতে হবে। তবেই রপ্তানী বাড়বে।