বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ‘ফিল্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর, ভারত শিগগির তার সীমান্ত নিরাপত্তা বাহিনীকে (বিএসএফ) প্রায় ১৭ হাজার সৈন্যের ১৬টি নতুন ব্যাটালিয়ন তৈরি এবং দুটি নতুন ফিল্ড হেডকোয়ার্টার তৈরির অনুমোদন দিতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম সাংগ্রি টুডে জানিয়েছে, সরকার ইতিমধ্যে নীতিগত ছাড়পত্র দিয়েছে। বিএসএফ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত ‘সুরক্ষিত’ করার জন্য একটি আদেশ পেয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই ব্যাটালিয়ন গঠনের জন্য অর্থ মন্ত্রণালয়সহ কিছু শেষ ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে, যা শিগগির জারি করা হতে পারে। ছাড়পত্র পাওয়ার পর, ভারতের বিএসএফ এই ব্যাটালিয়নের জন্য পুরুষ এবং নারী নিয়োগ শুরু করবে, তারপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই ব্যাটালিয়ন তৈরি করতে পাঁচ বা ছয় বছর সময় লাগতে পারে। বর্তমানে, বিএসএফ উভয় সীমান্ত রক্ষার জন্য ১৯৩টি ব্যাটালিয়ন পরিচালনা করে এবং একটি ব্যাটালিয়নে এক হাজারেরও বেশি সৈন্য রয়েছে। সূত্র জানায়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফের দুটি ফিল্ড হেডকোয়ার্টার অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি জম্মুতে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির জন্য জম্মু ও পাঞ্জাবে স্থাপন করা হবে এবং অন্যটি মিজোরামে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য স্থাপন করা হবে। কর্মকর্তাদের মতে, ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ কয়েক বছর আগে ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল।