শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ হবে না: প্রধান উপদেষ্টা

‘নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। ’মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। কাজেই এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করি, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, যারা আহত হয়ে জীবন সংগ্রামে রত আছে, যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে, এটা আমাদের দায়িত্ব এবং মস্তবড় সুযোগ। এ রকম কঠোর আকাঙ্ক্ষা একযোগে সৃষ্টি হয়েছে, যা আগে কখনো হয়নি। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে শ্রমিকদের আকাঙ্ক্ষা কী হবে সেটা তুলে ধরা হয়েছে। যেসব সুপারিশ এসেছে তাতে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। কঠিন বিষয়কে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি বলেছি একটা তালিকা দেন, যেগুলো তাড়াতাড়ি করা য়ায়। উনি (কমিশন প্রধান) বললেন, তালিকা নিয়ে এসেছি। আমাদের দায়িত্ব হলো আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এগুলো সমাপ্ত করে কঠিনগুলোর দিকে আস্তে আস্তে রওনা হবো। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নেই। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কমিশনের রিপোর্ট  যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেলো—আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। আমরা সেই পথে যাত্রা শুরু করেছি। এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।7474