চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ডিএনসি। আটক দুজন হলেন- মোসা. রিমা (২৭) ও মো. রুবেল হোসেন (২৬)। পৃথক অভিযানে গাঁজাসহ এ দুজনকে আটক করা হয়।
১১ কেজি গাঁজাসহ আটক আটক রিমা জেলা শহরের স্বর্ণকারপট্টির মো. রবিউল ইসলাম এর স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন। তবে রিমার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়।
ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলাশহরের পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি রিমাকে আটক করা হয়। তবে তার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন এবং বিশেষ কৌশলে পানিভর্তি ড্রাম ও বালতির মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখেন।
অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আমনুরা থেকে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।