স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্প্যাসে, শহরস্থ শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, শাহীবাগস্থ বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তারসহ অন্যরা। একই দাবিতে শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র মো. রউফ।
অন্যদিকে বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শহরস্থ শাহীবাগে তাদের নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স শিক্ষার্থীদের ডিপ্লোমার মান বাদ দিয়ে সরাসরি ডিগ্রির (পাসকোর্স) সমমান দিতে হবে। আমরা এইচএসসি পাস করে তিন বছর কোর্স করার পরও আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। আমরা এই এইচএসসি সমমানের মান চাই না। এইচএসসি পাসের পর ডিপ্লোমার পরিবর্তে সরাসরি ডিগ্রি পাসকোর্সের সমমান চাই। তা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান তারা।