চাঁপাইনবাবগঞ্জে কূখ্যাত ‘ভটা চোর’ চোরাই স্বর্ণ, টাকাসহ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামী কূখ্যাত আরিফুল ইসলাম ভটা ওরফে ‘ভটা চোর’ চুরি করা স্বর্নলংকার ও নগদ টাকা সহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া মাষ্টারপাড়া গ্রামের দুলালের ছেলে। একই অভিযানে চোরাই স্বর্ণ সহ গ্রেপ্তার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বর্নকারপট্টির শিল্পী জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং শহরের শিবতলা কর্মকারপাড়া মহল্লার মৃত অনীল চন্দ্র নন্দীর ছেলে স্বাধীন নন্দী (৫৩) নামে এক জুয়েলারী ব্যবসায়ী। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দেড় ভরির স্বর্ণালংকার ও নগদ পনের হাজার টাকা। মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অভিযানের বিস্তারিত বর্ণনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১১ টার হতে গত ১৯ এপ্রিল ভোর সাড়ে ৫টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের নয়াগোলা গাইনপাড়া মহল্লার বাসিন্দা এবং ফার্নিচার ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়িতে দ:সাহসিক চুরি হয়। চোর দেতালার বারান্দার দরজা ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে ওয়ার্ডরোব ও শোকেস থেকে প্রায় ৫ ভরি স্বর্নালংকার ও নগদ দেড়লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে ওই ব্যবসায়ী অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান শুরু করে গত গতকাল দুপুরে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার হয়। এ ছাড়া তার দেয়া তথ্যে শিল্পী জুয়েলার্স থেকে উদ্ধার হয় কিছু ভাঙ্গা পাকা স্বর্ন। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি চুরি,মাদক ও মারামারির মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। বারবার সে জামিনে বেরিয়ে এসে আবারও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে। ভটার ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে ও চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। ব্রিফিং- এ উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহীর আকন্দ, জেলা বিশেষ শাখার পরিদর্শক ওবাইদুল হক সহ পুলিশ কর্মকর্তারা।