শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ হানজালা নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার ফেত্তারের ছেলে। বিজিবি জানায়, আজ সকালে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট ফোনসহ আটক করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে। এজন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।