চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তরুনী নিহত, বন্ধু আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে এর আরোহি সাবিকুন নাহার মুনা নামে এক তরুনী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু ওই প্রাইভেট কারের মালিক ও চালক ফাহিম আহমেদ ওসমানী নামে এক যুবক। পরিবার, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে ট্রাক ও অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকারী প্রাইভেট কার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুনাকে মৃত ঘোষণা করেন। ফাহিমকে পাঠানো হয় রাজশাহী। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।