ইয়েমেনে মার্কিন বাহিনীর ব্যাপক হামলায় নিহত বেড়ে ৮০
ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসায় পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় আহত হয়েছে আরও ১৭১ জন। ডয়চে ভেলে বলছে, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুথি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, হুথি গত এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখলে রেখেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের ওপর বেশ কয়েকবার ড্রোন ওবং মিসাইল হামলা চালিয়েছে। গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হুথি। তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়। এসব হামলার জবাবে মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ শুরু করেছে।