চোটে ফিলিপস, গুজরাটে তার বদলি শানাকা
গ্লেন ফিলিপসের চোটের কারণে কপাল খুলল শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ডাক পেয়েছেন তিনি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেই তাকে কিনে নিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। যে কারণে দশ দিন আগেই ছিটকে যেতে হয়েছে তাকে। ইতোমধ্যে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন দুর্দান্ত ফিল্ডিং করা এই কিউই অলরাউন্ডার।
শানাকা এর আগেও খেলেছেন গুজরাটের হয়ে। ২০২৩ সালে দলটির হয়ে তিন ম্যাচ খেলে করেছিলেন ২৬ রান। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। লিগ টেবিলের শীর্ষে থাকা দিল্লির বিপক্ষে শানাকা একাদশে থাকবেন কিনা তা দেখা যাবে কালকেই।