ছুটির দিন আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বৈশাখের শুরু থেকে বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। আজ ছুটির দিন হলেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক। আজ বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। আর এক নম্বরে রয়েছে সেনেগালের ডাকার। আজ সকাল ৯টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণ তালিকায় শীর্ষে থাকা ডাকারের স্কোর ২৭৫ অর্থাৎ ডাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।