সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার

প্রতি লিটার বোতলজাত তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েল ১৪৯ টাকা লিটার বিক্রি করতে হবে। আজ সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলে জানান তিনি। নতুন ঘোষণায় পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।