চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের (সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে অবস্থিত জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে এলাকাভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়, তার ওপর রিপোর্টভিত্তিক পর্যালোচনা করা হয়।
সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ইউনিট ম্যানেজারগণ। সমস্যার সমাধান কীভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সকলের উদেশ্যে বলেন— মাঠপর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি কর্মী ও কর্মকর্তারা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) আব্দুস সালাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মো. সাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের জোনাল ম্যানেজার মো. তরিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার ও কর্মকর্তা এবং প্রয়াসের সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারীগণ।