বুমরাহর প্রতিটি উইকেটের মূল্য লাখ টাকারও বেশি
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মার দলের এই শিরোপা জয়ের পেছনে সবচেয়ে বড় নামটি জাসপ্রীত বুমরাহ। আসরে একাই বল হাতে ভারতকে টেনেছেন এই বোলার। গড়ে দিয়েছেন পার্থক্য। পুরস্কার হিসেবে পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এবারের বিশ্বকাপে প্রাইজমানির দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে আইসিসি। তাতে আসরের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্ধ ছিল ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ১৭ লাখ টাকারও বেশি (১৭ লাখ ৫৬ হাজার ৬০২ টাকা)। বিশ্বকাপে ৮ ম্যাচে ওভারপ্রতি ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাতে টাকার অংকে হিসেব করলে তার প্রতিটি উইকেটের মূল্য দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ১০৬ টাকা। আর প্রতি ম্যাচের হিসেবে বুমরাহ পেয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা। এদিকে আসরের সেরা হয়ে ভারত প্রাইজমানি হিসেবে বিপুল অংকের টাকা পেয়েছে। ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দেওয়া হয় এবারের আসরে। যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। সেই সঙ্গে গ্রুপপর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পাবে আসরে অংশ নেওয়া দলগুলো। প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে আলাদা করে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৫৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সে হিসেবে ভারতের টাকার অঙ্কের পরিমাণটা আরও বেশি। ইনাল পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ম্যাচ জিতেছে মোট ৬টি। সে হিসেবে অতিরিক্ত ২ কোটি ১৯ লাখেরও বেশি টাকা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়নের ২৮ কোটি ৭৫ লাখ ও ম্যাচ জয়ের বোনাস হিসেবে ২ কোটি ১৯ লাখ মিলিয়ে আসর থেকে ভারতের মোট প্রাইজমানি প্রায় ৩১ কোটি টাকা।