বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন বিদেশী পর্যটকদের
রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন বিদেশী পর্যটক দল। আজ দুপুরে পাঠশালাটি পরিদর্শনে আসে পর্যটক দলটি। পর্যটক দলের ১২ জন বেলজিয়াম ও একজন নেদারল্যান্ডসের নাগরিক। এদের মধ্যে ৭ জন নারী ও ৬ জন পুরুষ। দলের নেতৃত্ব দেন বেলজিয়াম নাগরিক অ্যানাবেল ভারগেলস। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার নামে একটি পর্যটন সংস্থা তাদের এ বিদ্যালয়ে নিয়ে আসে। বেলা সোয়া ১২টার দিকে পর্যটক দল বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। এ সময় তাদের সামনে কোলদের ঐতিহ্যবাহী ঝুমুরসহ অন্যান্য নাচ-গান প্রদর্শন করা হয়।
এ সময় পর্যটকরা শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা সম্পর্কে জানতে চান। তাদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়। পর্যটক দলের অন্য সদস্যরা হলেনÑ বেলজিয়ামের নাগরিক মার্গারেট ভার্স্ট্রিপেন, মার্কেল ডিয়ালেন্স, কার্ট ভ্যান ডের কুইলেন, রিলে ভ্যান ডেন কিইবুম, হ্যানস হিলিবুয়েক, আন্নে-মিয়েকে মেলফেইট, লুটগার্ড ভ্যান ডেন কীবাস, আন্নে মেয়েনস, রিটা ভ্যান লুই, রুডি মাইকেলস, মারিয়া ডি বুশ্চার ও নেদারল্যান্ডসের নাগরিক জন ক্লোয়েক। এছাড়া পর্যটন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাদি হাসান, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর ও আইনজীবী নাজিব ফেরদৌস এবং বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, বিমল হাঁসদাক, নির্মল কোল, খ-কালীন শিক্ষক ট্রেম হাঁসদা, কম্পিউটার অপারেটর মেহেদী হাসান উপস্থিত ছিলেন।