ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।