অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান

অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে, বালিয়াডাঙ্গা ও চর অনুপনগর ইউনিয়নের ১০০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে, ১ হাজার ৮০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ১০০টি পরিবার ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিস এর সহায়তায়, গবাদী পশু পালনের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন তারা নিজেদের ব্যবসা পরিকল্পনা অনুযায়ী গবাদীপশু – ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদি ক্রয় করে তা পালন করা শুরু করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল, চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান ডলার। এছাড়া, অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।