টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলো
আরও একবার বিশ্বসেরা ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৭ বছর পর। নিজেদের সেরা প্রমাণ করলেন রোহিত শর্মারা। ২০১৩ সালের পর ক্রিকেটের কোনো বিশ্ব আসরে এই প্রথম চ্যাম্পিয়ন হলো ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল দলটা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার (২০১৭), টি-২০ বিশ্বকাপে একবার (২০১৪) এবং ওয়ানডে বিশ্বকাপে একবার (২০২৩) ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও দুবার ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত হয়েছে। অবশেষে সাফল্য ধরা দিলো রোহিত শর্মাদের হাতে।
গতকাল রাতে বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে এসে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন গোটা বিশ্বকাপে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা বিরাট কোহলি। ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। ১৫ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার।
চলুন এক নজরে দেখে নিই টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে কে কোনো পুরস্কার জিতলো…
চ্যাম্পিয়ন: ভারত
রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা
টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট)
ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান)
স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব
সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১),
সর্বোচ্চ উইকেট: ফজল হক ফারুকি ও আরশদীপ সিং (১৭ উইকেট),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান),
সেরা বোলিং ফিগার: ফজল হক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: শেই হোপ (১৮৭.৭১),
সেরা ইকোনোমি: টিম সাউদি (৩.০০),
সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি),
সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি),
সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি),
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান),
সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।