শচীনের নেতৃত্বে ভারতের ঘরে আরও একটি শিরোপা

ভারতের ইনিংসের সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলো গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। ভারতীয় ব্যাটসম্যানদের একেকটি শটে দর্শকদের সে কী উল্লাস। তাদের আনন্দ দ্বিগুণ করে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতলেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত মাস্টার্স দল। রায়পুরে গতকাল ফাইনালে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ২০ ওভারে ১৪৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার। রায়ডু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩*) ও স্টুয়ার্ট বিনি (১৬*)। ১৭ বল হাতে রেখেই জিতে যায় ভারত।