চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পরিষেবা স্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সবিধিবিদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনাকে একটি কুট ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩মার্চ) নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সামনের সড়কে কর্মসূচীতে অংশ নেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদণজ্জামান,সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ প্রমুখ। কর্মসুচী থেকে এনআইডি ও ভোটর তালিকা ইসির হাতে রেখে তা রক্ষার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করার আহব্বান জানানো হয়।