হারলেও ব্যাটে-বলে সেরা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

আরও একবার শিরোপার একদম কাছ থেকে ফিরে যেতে হলো নিউজিল্যান্ডকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জমজমাট লড়াই করেও শেষ হাসি হাসতে পারেনি কিউইরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (৯ মার্চ) ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। ফাইনালে একাধিক ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে নিউজিল্যান্ডকে, যা শেষ পর্যন্ত তাদের ৪ উইকেটের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন কিউই ক্রিকেটাররা।

রাচিন রবীন্দ্র: ব্যাট হাতে আসরের সেরা
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে না খেললেও বাকি চার ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন তিনি, যা তাকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বানিয়েছে।

ম্যাট হেনরি: বল হাতে শীর্ষে
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলারও নিউজিল্যান্ডের। পেসার ম্যাট হেনরি ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন।

ফাইনালের সেরা রোহিত শর্মা
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি, যা ভারতকে জয়ের পথে নিয়ে যায়। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি। তবে শিরোপা জিতে তাদের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ছাপিয়ে গেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সাফল্য।