চাঁপাইনবাবগঞ্জ-ঢালারচর বন্ধ, আন্তঃনগর পদ্মায় সংযোগ শাটল ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর ট্রেনটি বাতিল করে শাটল ট্রেন দেয়া হয়েছে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের সঙ্গে সংযোগকারী ট্রেন হিসেবে এই শাটল ট্রেনটি দেয়া হয়েছে। আগামী ১০ মার্চ সোমবার থেকে দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা রাজশাহী থেকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে ঢাকায় যেতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে আসবে এবং দুপুর ২টা ১৫ মিনিটে শাটল-২ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। এর ফলে ঢাকাগামী যাত্রীরা পদ্মায় অনায়াসে ঢাকা যেতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢালারচর ট্রেনটিই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেন নামে চলাচল করবে। তবে রাজশাহী-ঢালারচর পর্যন্ত ঢালারচর নামেই চলাচল করবে।