চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক তহরুল ইসলাম নামে লেদ মেশিন ব্যবসায়ী এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি নাচোল উপজেলার উজিরপুর আখিলা গ্রামের মৃত আলেফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজার এলাকায় রাজশাহীর গোদাগাড়ী থেকে নাচোলগামী সড়কে ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, নাচোলগামী ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তহরুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।