মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু
চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও স্কুলশিক্ষক শ্যাম টুডু (৭৭) আজ বিকেল ৩টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বেলা ১২টায় পারিবারিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে। শ্যাম টুডু সদর উপজেলার ঝিলিম ইউপির জলাহার গ্রামের বাসিন্দা ও গ্রামের জলাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ আদালতের আইনজীবী প্রভাত টুডুর পিতা। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।