চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতার উদ্বোধন
জেলা শহরের আলীনগরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতা-২০২৫ এর উদ্ভোধন করা হয়েছে। আজ সকালে কলেজ প্রঙ্গনে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, এবং ASSET প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী জাহিদুল ইসলাম। এছাড়া অত্র প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচি সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ৪টি ট্রেডের প্রতিটিতে ৬ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ট্রেড থেকে ১ জন করে শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন এবং অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা আশা করছেন।