বোলিংয়ে বাধা নেই অজি স্পিনার কুনেমানের
বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন ম্যাথু কুনেমান। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনারের। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করায় বড় ভূমিকা ছিল তার। ২০১৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরুর পর যে কোনো পর্যায়ে এবারই প্রথম প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের বোলিং অ্যাকশন। গত ১৫ ফেব্রুয়ারি ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ২৮ বছর বয়সী এই বোলার। আইসিসি এক বিবৃতি দিয়ে জানায়, কুনেমানের সব ধরনের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির ভেতরেই ছিল। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা ছিল না কুনেমানের। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসমানিয়ার হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে ম্যাচটি তিনি খেলতে পারেননি। বুড়ো আঙুলের চোট নিয়েই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। তাসমানিয়ার পরের ম্যাচে ৬ মার্চ থেকে হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলার জন্য তিনি ফিট হয়ে উঠবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৫ টেস্টে ২৫টি ও ৪ ওয়ানডেতে ৬টি উইকেট নিয়েছেন তিনি।