সিআইএ’র ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা
নিজেদের অনির্দিষ্টসংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির এসব কর্মী রিক্রুটিং ও ডাইভারসিটি নিয়ে কাজ করে থাকেন। সিআইএর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ওই কর্মকর্তারা বলেছেন, সিআইএর ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই দেশের কেন্দ্রীয় সরকারের জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো বা ডাইভারসিটির প্রচেষ্টা নিষিদ্ধ করে এমন এক নির্বাহী আদেশ সই করেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আজ সিআইএ বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদেরও ডেকে আনেন অফিসে। পরবর্তীতে তাদের পদত্যাগ করতে বলা হয়। নাহলে বরখাস্তের শিকার হতে হবে বলে জানায় সিআইএ। তবে একটি ফেডারেল আদালত দ্রুতই এ পদক্ষেপ স্থগিত করেন।